চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

চট্টগ্রামে বসে ঢাকার কোম্পানির আইসক্রিম বানায় মাহিদ ফুডস, জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৬ মে, ২০২৪ | ৮:১৫ অপরাহ্ণ

 

নিবন্ধন ছাড়া অন্য কোম্পানির নামে আইসক্রিম বানানোর দায়ে পতেঙ্গার মাহিদ ফুডস লিমিটেডের  মালিককে এক লাখ টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত । সোমবার (৬ মে) সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান এ জরিমানা আদায় করেন।

 

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রো এলাকার খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ পূর্বকোণকে জানান, নিবন্ধন ছাড়া অন্য কোম্পানির নামে আইসক্রিম বানানোর দায়ে দক্ষিণ পতোঙ্গার কোনার দোকান এলাকার মাহিদ ফুডস লিমিটেডের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পতেঙ্গার মাঝের পাড়া এলাকার পার্ক আইসক্রিম ও ইপিজেডের ফ্রি পোর্ট এলাকার হাজী বিরিয়ানী ঘরকে নানা অসঙ্গতির জন্য সর্তক করা হয়।

 

অভিযানে সার্বিক সহযোগিতা করেন খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট