চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম বন্দরে এল তুর্কি জাহাজ

নিজস্ব প্রতিবেদক

৭ মে, ২০২৪ | ৫:৩১ অপরাহ্ণ

বন্ধুত্বপূর্ণ সফরে বাংলাদেশে এসেছে তুরস্কের নৌ-বাহিনীর জাহাজ টিসিজি কিনালিয়াদা (এফ-৫১৪)। আজ মঙ্গলবার (৭ মে) সকাল ১২টা ২৫ মিনিটে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

 

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন জাহাজটিকে স্বাগত জানিয়েছেন।

 

জানা গেছে, বাংলাদেশ ও তুরস্কের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছে। এটা শুভেচ্ছা সফর। জাহাজটির বাংলাদেশে তিনদিন অবস্থান করার কথা রয়েছে।

 

তুরস্কের জাহাজের বাংলাদেশ সফর নিয়ে ঢাকায় তুরস্কের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তুর্কি নৌ-বাহিনীর জাহাজ টিসিজি কিনালিয়াদা (এফ-৫১৪) আগামী ৭-৯ মে বাংলাদেশ সফর করবে। টিসিজি কিনালিয়াদা (এফ-৫১৪) সাড়ে চার বছরে ২০টি দেশের ২৪টি বন্দর পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট দেশগুলোর বন্দর সফরের উদ্দেশ্য হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বাড়ানো।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট