চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আজ আখেরি চাহার সোম্বা

অনলাইন ডেস্ক

২৩ অক্টোবর, ২০১৯ | ১২:০০ পূর্বাহ্ণ

আজ বুধবার (২৩ অক্টোবর) পালিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র আখেরি চাহার সোম্বা। হিজরিবর্ষ সফর মাসের শেষ বুধবার। মানবজাতির সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.) জীবদ্দশায় এ দিন অসুস্থতা কাটিয়ে শেষবারের মতো সুস্থবোধ করলে সাহাবায়ে কেরামগণ (রা.) আনন্দিত হন।

এ খুশিতে অনেকে দান-খয়রাত করেন। সেই থেকে নফল এবাদত বন্দেগী এবং দান খয়রাতের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানগণ দিবসটি পালন করেন। অন্যান্য দিনের তুলনায় মহৎ এ দিনটি পালিত হবে সম্পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আগামীকাল বাদ যোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে ওয়াজ পেশ করবেন ঢাকা পূর্ব রাজাবাজার জামে মসজিদের খতীব মুফতি মাওলানা মাহবুবুর রহমান।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট