চট্টগ্রাম রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারী থানায় পুলিশের উপর আক্রমন, সাবেক শিবির নেতা আটক

থানায় ঢুকে পুলিশের ওপর আক্রমণ: হাটহাজারীতে সাবেক শিবির নেতা আটক

হাটহাজারী সংবাদদাতা

২২ অক্টোবর, ২০২৫ | ৫:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের ওপর আক্রমণের অভিযোগে মো. রায়হান (২৬) নামে শিবিরের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়।

আটক মো. রায়হান হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি। তিনি হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফটিকা গ্রামের মো. আবুল কালামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, বুধবার দুপুরে থানায় ঢুকে ছাত্র হত্যার ঘটনায় জড়িতদের ছবি ও ভিডিও ধারন করার সময় পুলিশ বাধা দিলে রায়হান পুলিশের ওপর আক্রমণ করে। পরে তাকে আটক করা হয়।

রায়হানের সাথে দলের কোন সম্পৃক্ততা নেই দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী বলেন, এক সময় কলেজ শাখার সভাপতি থাকলেও বর্তমানে তিনি জামায়াতের কোনো পদ-পদবীতে নেই।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট