চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফ থেকে ২০ হাজার টাকার বিনিময়ে ইয়াবা পাচার, নারী গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

২২ অক্টোবর, ২০২৫ | ২:৩৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ১ হাজার ইয়াবাসহ এক নারী মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গ্রেপ্তার বিউটি বেগম (৩৭) ঢাকার সাভারের মো. বাবুল আক্তারের মেয়ে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) হোয়াইক্যং চেকপোস্টে টহল দল একটি ঢাকাগামী স্কার ট্রাভেলস স্লিপার বাসে তল্লাশি চালায়। এ সময় যাত্রী বিউটি বেগমের আসনের ফোমের নিচে স্কচটেপ মোড়ানো সাদা প্যাকেটে নীল রঙের ১ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওই নারী টেকনাফ থেকে ২০ হাজার টাকার বিনিময়ে ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল। গ্রেপ্তার নারীকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/কাশেম/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট