চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে মাদকসহ তিন রোহিঙ্গা আটক

টেকনাফে মাদকসহ তিন রোহিঙ্গা আটক

টেকনাফ সংবাদদাতা    

২১ অক্টোবর, ২০২৫ | ১১:২৪ অপরাহ্ণ

মিয়ানমার গিয়ে ইয়াবার চালান নিয়ে টেকনাফ ফেরার পথে নাফ নদীতে বিজিবির হাতে ৩ রোহিঙ্গা আটক হয়েছে। এ সময় মাদক পাচারে তাদের ব্যবহার করা কাঠের নৌকাটিও জব্দ করা হয়।

 

আটক রোহিঙ্গারা হলেন টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প ব্লক-(এ-৬) এর মৃত আবদুস শুক্কুরের পুত্র আব্দুল হাফেজ (১৮), উখিয়ার ১০ নম্বর বালুখালী ক্যাম্প ক্যাম্প ব্লক-(এ-৪৫) এর মো. নুর আলমের পুত্র রবি আলম (২৩), ১৬ নম্বর ময়নারঘোনা ক্যাম্পের  ব্লক-(২৪ এ/৫) মৃত আমির হোসেনের পুত্র রেজু আলম (১৯)।

 

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান  পিএসসি ২১ অক্টোবর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, উন্নত প্রযুক্তির মাধ্যমে মায়ানমারের মংডু খাল থেকে একটি সন্দেহজনক নৌকার গতিবিধি শনাক্ত করে অধিনায়কের নেতৃত্বে কৌশলগত ফাঁদ পাতা হয়। নৌকাটি মায়ানমারের জলসীমা অতিক্রম করে শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশের দিকে আসছিল। তখন প্রযুক্তির সহায়তায় অপরাধীদের নৌকাটি মাঝ নদীতে ঘিরে ফেলা হয়। ২১ অক্টোবর ভোররাতের অন্ধকারেও সীমান্ত রক্ষীরা অভিযানে ১টি হস্তচালিত কাঠের নৌকা আটক ও তল্লাশী করে নৌকার ভেতর বিশেষভাবে লুকানো ৪০ হাজার ইয়াবা জব্দ করা হয়। মাদক পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালানোর সময় আটক করা হয়।

 

যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট