
কক্সবাজার টেকনাফের গহীন পাহাড় থেকে অস্ত্র-গুলিসহ মো. রুবেল (২০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। একই সঙ্গে ৬ জন অপহৃতকে উদ্ধার করা হয়েছে। আটক মো. রুবেল রাজারছড়ার এলাকার মো. হোছনের ছেলে।
উদ্ধার হওয়া ভুক্তভোগীরা হলেন টেকনাফ শাহপরীরদ্বীপ মাঝেরপাড়ার জিয়াবুল হোসেনের পুত্র রাসেল (১৭), রামু খুনিয়াপালং এলাকার মো. সুলতানের পুত্র শাহরিয়াজ ইমন (১৯) উখিয়া জালিয়াপালং মনখালি ৯নং ওয়ার্ডের রফিকের পুত্র মো. ফয়সাল (১৭), উখিয়া মনখালির মো. ইলিয়াসের পুত্র মো. এহসান (১৬), উখিয়া বালুখালি ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাসিম উল্লাহর পুত্র নজিম উল্লাহ (১২), এবং একই ক্যাম্পের জাফর আলমের পুত্র শহিদুল আমি (১৫)।
আজ মঙ্গলবার টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশিকুর রহমান (পিএসসি) অভিযানের সতত্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৩ দিন ধরে পাহাড়ে পাচারের জন্য ভুক্তভোগীদরে বন্দী করে রাখার সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে টেকনাফ-২ বিজিবির বিশেষ টহল দল উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মানব পাচারকারী ও ডাকাত চক্রের সদস্য রুবেলকে (২০) ৪টি দেশীয় অস্ত্র ও বুলেটসহ আটক করা হয়েছে। এ সময় অন্য সহযোগীরা পালিয়ে যায়। ভুক্তভোগীরা জানায়, রাজমিস্ত্রীর কাজের প্রলোভন দেখিয়ে তাদের পাহাড়ে ডেকে নিয়ে আটকে রাখা হয়। পরে মালয়েশিয়া পাঠানোর কথা বলে গত ৩দিন ধরে তাদের বন্দী করে রাখা হয়েছিল।
আটক পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/পারভেজ