চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে অটোরিকশায় চোলাই মদ, গ্রেপ্তার ৩

বোয়ালখালীতে অটোরিকশায় চোলাই মদ, গ্রেপ্তার ৩

বোয়ালখালী সংবাদদাতা

২২ জুন, ২০২৫ | ৫:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত অটোরিকশা করে দেশীয় তৈরি চোলাই মদ পরিবহনের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় প্লাস্টিকের বস্তা ভর্তি ২০০ লিটার চোলাই মদসহ অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলো- পৌরসভার পশ্চিম গোমদণ্ডী চান্দার পাড়ার মৃত আবদুল মোনাফের ছেলে মো. ওসমান (৪১), পূর্ব গোমদণ্ডীর বলরাম দাশের ছেলে রতন দাশ (৪২) এবং পশ্চিম চরণদ্বীপ গ্রামের মৃত ইসলাম আহম্মদের ছেলে মো. নুরুল আলম (৩৫)।

 

শনিবার (২১ জুন) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার।

 

এর আগে গত শুক্রবার (২০ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী ফায়ার সার্ভিস স্টেশন এলাকার কৃষ্ণ দিঘির পাড় সড়ক থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট