চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি রাইফেল, দুটি ম্যাগাজিন এবং ছয়টি তাজা কার্তুজ জব্দ করা হয়।
শনিবার (২১ জুন) রাত সাড়ে ৯টায় রাউজান থানাধীন গহিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাউজান কাজীপাড়া সুলতানপুর এলাকার মৃত আবুল মনসুরের ছেলে মো. শাখাওয়াত হোসেন (৩০) এবং নোয়াজিশপুর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মো. নাইম উদ্দিন (২৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি রাইফেল, দুটি ম্যাগাজিন এবং ছয়টি তাজা কার্তুজ জব্দ করা হয়। উদ্ধার করা অস্ত্র এবং গুলি দিয়ে ডাকাতি, ছিনতাই এবং চাদাঁবাজির করে আসছিল তারা। দু’জনকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ