চট্টগ্রাম শনিবার, ১২ জুলাই, ২০২৫

সর্বশেষ:

অটোরিকশা ও ৭৫ লিটার চোলাইমদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার রাউজানে
চোলাইমদসহ গ্রেপ্তার দুইজন ও ইনসেটে উদ্ধার মদ

অটোরিকশা ও ৭৫ লিটার চোলাইমদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার রাউজানে

রাউজান সংবাদদাতা

২১ জুন, ২০২৫ | ৭:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে মাদকবিরোধী বিশেষ অভিযানে সিএনজিচালিত অটোরিকশা ও বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (২০ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হল- নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার গাংচিল এলাকার মো. বেলাল (৪০) ও চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উত্তর পদুয়া ইউনিয়নের সুখ বিলাস মধ্যম পাড়ার বাসিন্দা মো. নাজিম উদ্দিন (২৮)।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানাধীন পাহাড়তলী ইউনিয়নের ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজের সামনে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি লাল রংয়ের পুরাতন প্রাইভেট সিএনজি অটোরিকশার ইঞ্জিন বক্সের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৭৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। উদ্ধার মদের আনুমানিক বাজারমূল্য ২২ হাজার ৫ শ’ টাকা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট