চট্টগ্রাম শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

সর্বশেষ:

রাউজানে অস্ত্র মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

রাউজানে অস্ত্র মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২৫ | ৪:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজান থানার অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আনোয়ার হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (২০ জুন) হাটহাজারী উপজেলার নজুমিয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

আনোয়ার হোসেন রাউজান থানার দক্ষিণ নোয়াপাড়া গ্রামের মৃত আলী আহাম্মেদ ওরফে ছালে আহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে রাউজান থানায় ২০০৫ সালের একটি অস্ত্র আইনের মামলায় এবং হাটহাজারী থানায় ২০১৬ সালের দস্যুতার প্রস্তুতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

 

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আনোয়ার হোসেন হাটহাজারী এলাকায় আত্মগোপনে আছেন। এরপর নজুমিয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট