চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

চন্দনাইশ কাঞ্চননগরে পুকুরঘাটে প্রতিবন্ধী শিশু রেখে মা উধাও
ফাইল ছবি

চন্দনাইশ কাঞ্চননগরে পুকুরঘাটে প্রতিবন্ধী শিশু রেখে মা উধাও

চন্দনাইশ সংবাদদাতা

২০ জুন, ২০২৫ | ১০:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর মুরাদাবাদে অভাবের তাড়নায় চার বছরের প্রতিবন্ধী শিশুকন্যাকে পুকুরঘাটে রেখে মা নিশান উধাও। আজ শুক্রবার (২০ জুন) বিকালে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ইউপি সদস্য মো. আনিসুর রহমান বলেছেন, কাঞ্চননগর মুরাদাবাদের দরফের বাড়ির মো. লিটন (৩০) একই এলাকার মৃত মুন্সি মিয়ার মেয়ে নিশান আকতারকে ৭ বছর আগে বিয়ে করেন। তাদের ১ম কন্যা সন্তানের বয়স ৬ বছর, ২য় কন্যা সন্তান প্রতিবন্ধী, বয়স ৪ বছর। মো. লিটন কোনো কাজ-কর্ম না করার কারণে সংসার অভাব-অনটনে পড়লে কিছুদিন পূর্বে এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। অভাবের সংসারে নিশান ২ কন্যা সন্তানকে নিয়ে বিপাকে পড়ে। অবশেষে শুক্রবার বিকেলে তার বাড়ির পাশে অন্যপুকুরের ঘাটে প্রতিবন্ধী ৪ বছরের শিশুকন্যাকে রেখে উধাও হয়ে যান। সন্ধ্যা পর্যন্ত শিশুটিকে কেউ নিচ্ছে না দেখে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ৯৯৯ এ খবর দেন।

 

পরে একই দিন রাত সোয়া ৮টায় সমাজসেবা অধিদপ্তরের লোক এসে বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব হোসেন বলেন, যেহেতু মেয়েটির মামার বাড়ি একই এলাকায় সেহেতু তাদের কাউকে শিশুটিকে লালন পালনের দায়িত্ব দিয়ে আর্থিকভাবে সরকারি সাহায্য দিয়ে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করবেন।

 

পূর্বকোণ/দেলোয়ার/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট