চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

আনোয়ারায় বিদ্যুৎস্পষ্টে যুবকের মৃত্যু
শহিদুল ইসলাম (২৫)

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আনোয়ারা সংবাদদাতা

২০ জুন, ২০২৫ | ১১:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পষ্টে মোহাম্মদ শহিদুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চাতরীর নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

 

নিহত শহিদুল ইসলাম চাতরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইয়াজ মল্লার বাড়ির আহম্মাদ ছাপার ছেলে। তিনি পেশায় দিনমজুর। পরিবারে ৪ বোনের মধ্যে একমাত্র ভাই ছিলেন তিনি।

 

ঘটনার বিষয়ে স্থানীয়রা জানান, শহীদুলের নির্মাণাধীন ঘরে মিস্ত্রিদের সহযোগিতা করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়, কর্তব্যরত চিকিৎসক মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট