টেকনাফে উত্তাল সাগরের ঢেউয়ে মাছ ধরার সময় দুই নৌকার সংঘর্ষে এক জেলে নিহত হয়েছেন। নিহত হেলাল উদ্দিন (৩২) টেকনাফ সদর ইউনিয়ন পশ্চিম খোনকারপাড়ার সেলিম মাঝির ছেলে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২০ জুন) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ খোনকারপাড়া নারকেল বাগান নৌকা ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নৌ-ঘাট সংলগ্ন উত্তাল সাগরে দুটি নৌকায় মাছ শিকার করছিল। উত্তাল সাগরের বড় বড় ঢেউয়ের আঘাতে মাছ শিকাররত দুটি ফিশিং ট্রলারে সংঘর্ষ হলে হেলাল নামে একজন জেলে গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গত সপ্তাহ ধরে টেকনাফের সর্বত্র ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে সাগর উত্তাল রয়েছে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ