চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

সেতুর রেলিং ভেঙে খালে পড়ল যাত্রীবাহী মাইক্রোবাস, আহত ২
সাতকানিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে

সেতুর রেলিং ভেঙে খালে পড়ল যাত্রীবাহী মাইক্রোবাস, আহত ২

সাতকানিয়া সংবাদদাতা

১১ জুন, ২০২৫ | ১০:৪৪ অপরাহ্ণ

টাঙ্গাইল জেলা থেকে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে দুইজন যাত্রী আহত হয়েছেন।

 

বুধবার (১১ জুন) ভোর ৬টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কালিয়াইষ এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- ফজলুল রহমান (৬৫) ও আমেনা খাতুন (৪৩)।

 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, টাঙ্গাইল কালিয়া থেকে কক্সবাজারে পরিবারসহ ঘুরতে যাওয়ার পথে কালিয়াইষ এলাকায় একটি মাইক্রোবাস সড়কের পাশে থাকা দোকান ভেঙে ব্রিজের রেলিংসহ খালে পড়ে যায়। এ সময় দু’জন ব্যক্তি আহত হয়। ড্রাইভারের চোখে ঘুম থাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট