খাগড়াছড়িতে পাহাড় কর্তনের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় দীঘিনালার বোয়ালখালী ইউনিয়নের কলেজ টিলা এলাকায় এই অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মামুনুর রশীদ ।
অভিযান পরিচালনাকালে টিলা কাটার কারণে একজনকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।
ইউএনও মো. মামুনুর রশীদ বলেন, পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ জানার পরও অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে একজনকে দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/জহুর/জেইউ/পারভেজ