চট্টগ্রাম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

শিশুকে মাটিতে পুঁতে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১

কক্সবাজার সংবাদদাতা

২০ জানুয়ারি, ২০২৫ | ১০:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ছয় বছরের এক শিশুকে অপহরণ করে মাটিতে পুঁতে রেখে মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গত ৮ জানুয়ারি, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ছয় বছরের শিশু আরাকানকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা শিশুটিকে মাটিতে পুঁতে রেখে ভিডিও করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

 

পুলিশের তদন্তে জানা যায়, ১৭ জানুয়ারি অপহরণকারীরা শিশু আরাকানকে কুতুপালং বাজারে ফেলে রেখে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে।

 

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে পুলিশ উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের এফ-ব্লক থেকে নুর ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে। পুলিশের ধারণা, নুর ইসলামই এই অপহরণের মূল পরিকল্পনাকারী। তবে এই ঘটনায় আরো কয়েকজন জড়িত থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করছে।

 

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী পূর্বকোণকে জানান, ৮ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার পর শিশু আরাকানকে ছোলা মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিয়ে যায় গ্রেপ্তার নুর ইসলাম। তার সাথে ছিলেন মো. সাদেক নামের আরো একজন। সে পলাতক রয়েছে।

 

পুলিশ সুপার রহমত উল্লাহ জানিয়েছেন, গ্রেপ্তার নুর ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট