চট্টগ্রাম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

সভাপতি মনিরুল ইসলাম, সম্পাদক অসীমা দেবী

বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

বাঁশখালী সংবাদদাতা

২০ জানুয়ারি, ২০২৫ | ১১:৩৪ অপরাহ্ণ

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চট্টগ্রামের বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এডভোকেট মনিরুল আলম চৌধুরী বাবুল এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট অসীমা দেবী বিজয়ী হয়েছেন।

 

রবিবার (১৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবীরা ভোট প্রদান করেন।

 

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট মোহাম্মদ নুরুল আবছার। নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী ও এডভোকেট তাপস কান্তি সুশীল।

 

অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি এডভোকেট বোরহান উদ্দিন মাতব্বর নূরী, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট রকিবুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক এডভোকেট আক্কাস উদ্দিন, দপ্তর সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, তথ্যপ্রযুক্তি এডভোকেট আনিসুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি এডভোকেট লিংকন তালুকদার এবং সদস্য পদে এডভোকেট সাজ্জাদ হোসাইন, এডভোকেট এইচএম হেলাল উদ্দিন, এডভোকেট এম সাইফুদ্দিন ও এডভোকেট সুমি ধর নির্বাচিত হয়েছেন।

 

প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. নুরুল আবছার সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানান।

 

 

পূর্বকোণ/অভি/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট