চিত্রনায়ক ও বাংলাদেশ মার্শাল আর্ট শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুম পারভেজ রুবেল বলেছেন, পৃথিবীর প্রত্যেকটা দেশে মার্শাল আর্টের প্রচলন রয়েছে। সে দিক থেকে আমাদের দেশও পিছিয়ে নেই। মার্শাল আর্ট খালি হাতে প্রশিক্ষণের মাধ্যমে শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করার কৌশল এবং প্রতিযোগিতা মূলক আন্তর্জাতিকভাবে একটা খেলাও বটে। তবে আমি মনে করি বর্তমানে এ প্রশিক্ষণ নারীদের ক্ষেত্রে দুস্কৃতিকারী, ছিনতাই ও বকাটেদের হাত থেকে নিজেকে রক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। তাই আমরা যারা মার্শাল আর্ট চর্চা করি, তাদের অনুরোধ করবো তারা যেন বুকের মধ্যে হিংসা লোভ এসব ধারণ না করে মার্শাল আর্টকে পবিত্রতার সাথে বুকে ধারণ করবেন।
শনিবার বাংলাদেশ মার্শাল আর্ট শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক চট্টগ্রাম বিভাগীয় কমিটি আয়োজনে দুই দিনব্যাপী ছাত্র ছাত্রীদের সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৭ ও ১৮ জানুয়ারি কক্সবাজার কলাতলীস্থ ওস্তাদ জাহাঙ্গীর আলম রিসোর্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মার্শাল আর্টের জাতীয় প্রশিক্ষক ফাইটার কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ওস্তাদ জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শিক্ষক পরিষদের সভাপতি সিহান প্রফেসর অজয় দে। অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হানশি নাজমুল মোর্শেদ।
পূর্বকোণ/আরআর/পারভেজ