চট্টগ্রাম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে আগুনে পুড়ল ৮ দোকান, ৫০ লাখ টাকার ক্ষতি

বাঁশখালী সংবাদদাতা

১৯ জানুয়ারি, ২০২৫ | ১:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন- আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষাধিক টাকা।

রবিবার (১৮ জানুয়ারি) রাত ২টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কদমরসুল সৈয়দ আহমেদের টেক তেমুনি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে সবদিকে আগুন ছড়িয়ে পড়ে।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- মোহাম্মদ পারভেজ, মো. হারুন, মো. রুবেল, মো. ইউনূস, আজিজ আহমদ ও মো. আবুল কাশেম।

পুড়ে যাওয়া দোকানের মধ্যে ছিল- মুদি, চা, তরকারি, পান-সিগারেট, বিকাশ ও স্টেশনারির দোকান।

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, খানখানাবাদে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানের আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

খানখানাবাদ ইউনিয়নের বিএনপি নেতা মোহাম্মদ জাহেদুল হক বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে। তাদের সরকারিভাবে ব্যবসায়ীদের আর্থিক সহায়তার প্রয়োজন।

ইউপি সদস্য মোহামদ জয়নাল ও পারভীন আক্তার বলেন, আগুন লাগার ঘটনা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ৮ দোকান আগুনে পুড়ে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে।

পূর্বকোণ/অনুপম/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট