তরুণদের উদ্দেশ্যে বই পড়ার গুরুত্ব তুলে ধরে শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, আমাদের একটা ইতিহাস তৈরি করার ঐতিহ্য আছে। একইসাথে ইতিহাস হারিয়ে ফেলার অভ্যাসও দেখা গেছে। অনেকবার আমরা সংগ্রাম করেছি, তরুণ যুবকরা সংগ্রাম করে বিজয় অর্জন করেছে। কিন্তু, বিজয় ধরে রাখা হয়তো যায়নি সবসময়। সে কারনেই পড়াশোনাটা অত্যান্ত গুরুত্বপূর্ণ। বইকে সাথী বানিয়ে ফেলতে হবে।
আজ শনিবার (১৮ জানুয়ারি) কক্সবাজার গোল চত্বর মাঠে আয়োজিত ৯ দিনব্যাপী বইমেলার সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে আদিলুর রহমান আরও বলেন, বই সাথী হিসেবে থাকলে আমরা আমাদের কাজকে বুঝতে পারি, ইতিহাস ও সংগ্রামকে ধারণ করতে পারি। এর মধ্যদিয়ে কক্সবাজারের শহীদদের মর্যাদা ও আহতদের পাশে থাকতে পারি। সর্বোপরি মানুষের পাশে থাকতে পারি।
মেলা ঘুরে জানা যায়, বইমেলায় ছাত্র-ছাত্রীরা ব্যাপক উৎসাহ দেখিয়েছেন। বিশেষ করে, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে আয়োজিত এই মেলায় ছাত্রজনতার গণঅভ্যুত্থান স্টলে ২৪ এর আন্দোলনের চিত্র ফুটিয়ে তোলায় শিল্প উপদেষ্টা ছাত্রদের প্রশংসা করেছেন।
এই বইমেলায় দেশের বিভিন্ন প্রকাশনীর পাশাপাশি স্থানীয় প্রকাশনীর বই উপস্থাপন করা হয়েছে। মেলার মূল উদ্দেশ্য হলো তরুণদের মধ্যে পঠনচর্চার অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানের আলোকে দেশকে এগিয়ে নেওয়া।
সচেতন মহল ও আগত পর্যটকেরা মমে করেন, বর্তমান সমাজে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব বেড়ে যাওয়ায় অনেকেই বই পড়া থেকে দূরে সরে যাচ্ছেন। এই পরিস্থিতিতে বইমেলার মতো উদ্যোগ তরুণদের মধ্যে পঠনচর্চার প্রতি আগ্রহ জাগাতে পারে।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ