চট্টগ্রাম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

চকরিয়ায় স্ত্রীর ঘাতক পলাতক স্বামী লামা থেকে আটক

চকরিয়া সংবাদদাতা

১৭ জানুয়ারি, ২০২৫ | ১০:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করে পালানোর সময় ঘাতক স্বামী শওকত হাসান মেহেদীকে স্থানীয় লোকজন পাকড়াও করে লামা থানায় সোপর্দ করেছে।

 

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে পার্বত্য লামা উপজেলার লামা বাজার এলাকায় স্থানীয় লোকজন ঘাতক মেহেদীকে চিনে ফেলে। এ সময় তারা তাকে পাকড়াও করে লামা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক করে থানায় নিয়ে যায়।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, ঘটনার পর ঘাতক মেহেদী পালিয়ে গেলেও পুলিশ ও নিহতের পরিবারের বিভিন্ন সোর্স মারফত তার গতিবিধি নজরে রাখা হয়। রাতে পার্বত্য উপজেলা লামা বাজারে ঘুরাঘুরির সময় তাকে দেখতে পেয়ে পাকড়াও করে থানা পুলিশকে হস্তান্তর করে লোকজন।

 

তিনি আরো বলেন, রাতেই লামা থানা থেকে মেহেদীকে চকরিয়া থানায় নিয়ে আসতে চকরিয়া থানার একটি পুলিশ ফোর্সকে লামায় পাঠানো হয়েছে ।

 

এদিকে, শুক্রবার দুপুর দেড়টার দিকে চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মজিদিয়া মাদ্রাসা পাড়ায় শ্বশুর বাড়িতে এসে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মেহেদী। পরে স্ত্রী উম্মে হাফসা তুহি মারা গেলেও শাশুড়ি পারভীন আক্তার গুরুতর আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট