চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

আনোয়ারার দুই গরু নিয়ে স্বপ্নযাত্রা

সুমন শাহ, আনোয়ারা

৩১ ডিসেম্বর, ২০২৪ | ১২:৩৫ অপরাহ্ণ

ছেলেবেলা থেকেই ছিলেন কঠোর পরিশ্রমী। অল্পবয়সে মা-বাবাকে হারিয়ে সংসারের হাল ধরতে ছুটেছেন বিভিন্নস্থানে। সাত ভাইবোনের মধ্যে ছিলেন সবার বড়; তাই দায়িত্বটাও ছিল সবচেয়ে বেশি। নিজেই কিছু একটা করার দৃঢ় প্রত্যয় থেকেই মাত্র দুটি গরু নিয়ে শুরু করেন স্বপ্ন
পূরণের যাত্রা।

 

বলছিলাম আনোয়ারার চাতরী ইউনিয়নের বদু তালুকদারের বাড়ির মৃত মো. ইসহাক নবী তালুকদারের ছেলে খামারি নুরুল হুদা সওদাগরের কথা। গরুর খামারের পাশাপাশি তিনি নিজ উদ্যোগে গড়ে তুলেছেন কৃষিখামারও; রয়েছে বায়ুগ্যাস, মাছ, গাভি, হাঁস-মুরগি, সবজি, সুস্বাদু ফল আর বাহারি ফুলের বাগান।

 

জানা যায়, নুরুল হুদার স্বপ্ন ছিল নিজে প্রতিষ্ঠান গড়ে সেখানে অন্যদের চাকরি দেবেন। এ ভাবনা থেকে ২০০৫ সালে মাত্র দুটি গরু নিয়ে শুরু করেন খামার। দেশীয় পদ্ধতি ও প্রাকৃতিক খাবার দিয়ে গরু লাল-পালন করেন তিনি। ধীরে-ধীরে বাড়তে থাকে গরুর সংখ্যা। এখন তার খামারে গরুর সংখ্যা ৭৫টি, কাজ করেন ছয়জন। এলাকায় সফল খামারি হিসেবে খ্যাতি রয়েছে তার।

 

নুরুল হুদার খামারের কর্মচারীরা জানান, দুই লাখ ৩০ হাজার টাকা বিনিয়োগ করে খামার শুরু করেন তিনি। এ সময় দৈনিক দুধ পাওয়া যেতো ৩০ লিটার। বর্তমানে এই খামারে ৭৫টি গরু থেকে ৫০০-৫৫০ লিটার পর্যন্ত দুধ পাওয়া যাচ্ছে। মূলধন দাঁড়িয়েছে প্রায় দেড় কোটি টাকারও বেশি। খামারে গিরোল্যান্ডো, জার্সি, লোকাল ফ্রিজিয়ান ও সাইওয়াল ফ্রিজিয়ান জাতের গাভি রয়েছে। এছাড়াও খামারে আছে সমন্বিত মাছ চাষের একটি পুকুর। পাশাপাশি পালন করা হচ্ছে হাঁস-মুরগি। খামারের পুরো জায়গাজুড়ে লাগানো হয়েছে নানান জাতের ফলদ গাছ। খামারে উৎপাদিত দুধ পাইকারি বাজারে প্রতি লিটার ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

 

সাফল্যের কথা জানাতে গিয়ে নুরুল হুদা বলেন, জীবনে অনেক কষ্ট করেছি। সর্বপ্রথম দুটি গরু দিয়ে খামার তৈরির পরিকল্পনা, আজ ৭৫টি গরু রয়েছে। সবমিলিয়ে প্রতিদিন ৩০ হাজার টাকার দুধ বিক্রি করছি। মাসে লাখ টাকার ব্যবসা এখানে। বর্তমানে আমার দেড় কোটি টাকার মূলধন দাঁড়িয়েছে।

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া জানান, আনোয়ারার খামারিদের মধ্যে নুরুল হুদা একজন প্রথমসারির খামারি। শুনেছি তিনি একদম অল্প থেকেই খামার শুরু করেছেন। প্রাণিসম্পদ অফিসের পরামর্শ আর সহযোগিতায় তিনি তার খামার পরিচালনা করেন। অল্পপুঁজি দিয়ে খামার শুরু করলেও পরিশ্রমের মাধ্যমে সফল হওয়া যাবে। এক্ষেত্রে প্রাণিসম্পদ অফিস সবধরনের সহযোগিতা করবে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট