চট্টগ্রামের বাঁশখালীতে একটি স্বর্ণের দোকান থেকে ১৪ ভরি স্বর্ণ ও প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে দোকানের কর্মচারী টিটু দে (২৮)।
এ ঘটনায় দোকান মালিক সাজু ধর বাদী হয়ে বাঁশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত টিটু দে ফটিকছড়ি উপজেলার বারো মাসিয়া চৌমুহনী এলাকার নেপাল দের পুত্র।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়ন রামদাস মুন্সি হাটস্থ শাহ আমানত মার্কেট আল আমিন শপিং সেন্টারের দক্ষিণ পাশে মর্ডাণ অনুরুপা গোল্ড দোকানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দোকান মালিক জানান, আমি দুপুর একটার দিকে দোকানের কর্মচারীকে রেখে বাড়িতে ভাত খেতে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে দোকানে কর্মরত প্রতারক টিটু দে সেই ১৪ ভরি স্বর্ণ ও কাস্টমারের মেরামতের জিনিসসহ নগদ ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে যায়। এই চোরকে অতিবিলম্বে গ্রেপ্তার করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার জানান, স্বর্ণের দোকান থাকা স্বর্ণ ও নগদ টাকা নিয়ে কর্মচারী উধাও হয়ে যাওয়ার ঘটনায় থানার একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পূর্বকোণ/পিআর