চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চন্দনাইশে অকটেনের আগুনে ঝলসে গেছে গৃহবধূ

চন্দনাইশ সংবাদদাতা

২৭ ডিসেম্বর, ২০২৪ | ১১:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ দক্ষিণ হাশিমপুর এলাকায় স্ত্রীর সাথে ঝগড়ার একপর্যায়ে স্বামীর নিক্ষেপ করা অকটেনের আগুনে ঝলসে গেছে এক গৃহবধূ। তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় দক্ষিণ হাশিমপুরে এই ঘটনা ঘটে। আহত গৃহবধূ আবদুল জব্বারের স্ত্রী নাজমা আকতার (৩০)।

 

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে স্বামী আবদুল জব্বার তার ঘরে থাকা প্লাস্টিকের বোতলে রাখা অকটেন স্ত্রীর গায়ের দিকে নিক্ষেপ করে। এ সময় চুলার আগুন হঠাৎ করে নাজমার গায়ে লেগে শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন।

 

এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেন এবং ভিকটিমের স্বামী আবদুল জব্বারকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন বলে জানান। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে বলেও তিনি জানান।

 

পূর্বকোণ/দেলোয়ার/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট