খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত মো. রুবেল একই এলাকার মো. রফিকের ছেলে।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা মো. জাহেদুর রহমান জানান, রুবেল সিসি ক্যামেরায় ওয়াইফাই সংযোগের কাজ করছিলেন। অসাবধানতাবশত তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।
পূর্বকোণ/পারভেজ