চট্টগ্রাম সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে সময়সূচি ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি

বিজ্ঞপ্তি

২৮ নভেম্বর, ২০২৪ | ১১:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে চলাচলরত সাগরিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও ট্রেনে পর্যাপ্ত পানি সরবরাহ এবং বাথরুম পরিষ্কার পরিছন্ন রাখার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল মহাব্যবস্থাপকের কাছে চাঁদপুর জেলা সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান মজুমদার স্বপন সাক্ষরিত দুটি চিঠিতে এই দাবি জানানো হয়।

চাঁদপুর-চট্টগ্রামে যাতায়াতের অন্যতম বাহন সাগরিকা এক্সপ্রেস। ট্রেনটি চালু হওয়ার পর থেকে বিকাল ৫ টায় চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্য ছেড়ে যেত। কিন্তু বতমানে পরিবর্তত সময়সূচিতে সন্ধ্যা ৬টায় ছেড়ে যায়। যাতে প্রত্যন্ত অঞ্চলে যাত্রীদের বাড়ি পৌঁছতে ডাকতি, ছিনতাইসহ বিভিন্ন বিড়ম্বনার স্বীকার হতে হয়। তাই প্রত্যন্ত অঞ্চলের যাত্রীদের নিরাপদে বাড়ীতে পৌছানোর সুবিধার্থে মেঘনা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছাড়ার পূর্বের সময় বিকাল ৫টায় নির্ধারণ করার জন্য আবেদন জানান।

অপর স্মারকলিপিতে উল্লেখ করা হয়- দেশের অন্যান্য রুটের ট্রেনে যাত্রীসেবার মান বৃদ্ধির জন্য নতুন বগি সংযোজন করা হলেও এই ট্রেনটি অত্যন্ত নিম্নমানের পুরাতন বগি দিয়ে পরিচালনা করা হয়। বাথরুম নোংরা ও অপরিষ্কার থাকার কারণে যাত্রীদের ব্যবহারের অনুপযোগী থাকে এবং পানি থাকে না। তাই সাগরিকা এক্সপ্রেস ট্রেনে পর্যাপ্ত পানি সরবরাহ এবং বাথরুম পরিষ্কার পরিছন্ন রাখার অনুরোধ জানানো হয়।

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট