চট্টগ্রাম শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪

সেন্টমার্টিনে স্পিডবোট ডুবি, শিশু নিখোঁজ

টেকনাফ সংবাদদাতা

১৪ অক্টোবর, ২০২৪ | ৩:৫১ অপরাহ্ণ

টেকনাফের সেন্টমার্টিনে যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান, ১৪ অক্টোবর সকাল ১১টায় সেন্টমার্টিন দ্বীপ থেকে টেকনাফগামী একটি স্পিড বোট নাফনদীর গোলারচর এলাকায় ডুবে যায়। এ সময় স্পিড বোটে চালকসহ ৯ জন যাত্রী ছিল। খবর পেয়ে শাহপরীরদ্বীপ জেটি এলাকার লাইনম্যান আবদুল্লাহ তার উদ্ধারকারী স্পিড বোটের মাধ্যমে ৮ জনকে জীবিত উদ্ধার করেন। তবে এতে স্মৃতি নুর আলাইশাহ (৮) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড ও স্থানীয়রা।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট