চট্টগ্রাম শনিবার, ০২ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে ৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ নারী গ্রেপ্তার 

বাঁশখালী সংবাদদাতা

৫ অক্টোবর, ২০২৪ | ১১:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে ৫ কেজি গাঁজা ও ৭০ হাজার ৪৯০টাকাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রুবি আক্তার (৫০) পৌরসভার উত্তর জলদির ৫ নম্বর ওয়ার্ডের মৃত রেজাউল করিমের স্ত্রী।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মিয়ার বাজারের উত্তর পার্শ্বে একটি মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে গাঁজাও নগদ টাকাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়। ওই নারী দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট