চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

র‌্যাবের হাতে ধরা কক্সবাজারের বহুল আলোচিত মৎসজীবী লীগ নেতা শাহাব

কক্সবাজার সংবাদদাতা

৩ অক্টোবর, ২০২৪ | ১১:৫৩ অপরাহ্ণ

কক্সবাজারে সরকার পতনের দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার ঘটনায় কক্সবাজার পৌর শাখা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক এম শাহাবুদ্দিন জনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত ৩টায় শহরের ঝাউতলা থেকে তাকে আটক গ্রেপ্তার করা হয়।

আটক এম শাহাবুদ্দিন জনি কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়া এলাকার বাসিন্দা মরহুম মাস্টার ইসমাইলের ছেলে। তার বিরুদ্ধে কক্সবাজারের সদর মডেল থানায় মামলা রয়েছে।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে গত ৩ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে কক্সবাজার সদরে আন্দোলনরত ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলা চালানোর কথা স্বীকার করে।

র‍্যাব ১৫ এডিশনাল এসপি আবুল কালাম চৌধুরী জানান, জনিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/এরফান/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট