চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অজ্ঞাতনামা এক যুবতীর (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের চায়না ইকোনমিক জোনের সীমানাপ্রাচীরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে চায়ানা ইকোনমিক জোনের দেয়ালের ভেতর মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। শরীরে আঘাতের চিহ্নও রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। তার এক পায়ের কিছু অংশ শেয়াল কিংবা অন্য কোনো প্রাণী খেয়ে ফেলছে বলে ধারণা করা হচ্ছে।
পূর্বকোণ/পিআর