চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে ছাত্র আন্দোলনে হামলার মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

২ অক্টোবর, ২০২৪ | ১০:২৬ অপরাহ্ণ

সরকার পতনের দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর হামলার ঘটনার মামলায় কক্সবাজা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

 

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ অক্টোবর) ভোররাতে কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা বিচ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এ সময় তার কাছ থেকে ২০ হাজার টাকা, একটি স্মার্টফোন এবং একটি বাটন ফোন জব্দ করা হয়।

 

গ্রেপ্তার মেজবাহ শহরের মোহাজের পাড়ার শামসুল হুদার ছেলে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা রয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেজবাহ উদ্দিন স্বীকার করেছেন, তিনি গত ৪ আগস্ট ছাত্রদের উপর হামলা চালানোর ঘটনায় জড়িত। এই ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট