চট্টগ্রাম সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

উখিয়ায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

উখিয়া সংবাদদাতা

৪ জুন, ২০২৪ | ৩:৪১ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা এলাকায় একটি মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৯টায় হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী পেট্রোল পাম্পের উত্তর পাশে একটি প্রজেক্ট থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি দীর্ঘদিন মরিচ্যা বাজারের আশপাশে ঘুরাফেরা করতে দেখা যেত। স্থানীয় চেয়ারম্যানের খবরে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, হলদিয়াপালং চেয়ারম্যানের ফোন পেয়ে মরিচ্যা এলাকা থেকে অজ্ঞাতনামা একজনের ভাসমান লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট