চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

মহেশখালীতে পুকুরে ডুবে ৪র্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

মহেশখালী সংবাদদাতা

১ জুন, ২০২৪ | ১১:০০ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে পুকুরের পানিতে ডুবে নকীবুল ইসলাম নামে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) দুপুরে উপজেলার হোয়ানক ইউনিয়নের নিজ গ্রাম ছনখোলা পাড়ার জামে মসজিদের পুকুরে এই ঘটনা ঘটে।

 

নিহত নকীবুল উপজেলার হোয়ানকের হরিয়ার ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে।

 

স্থানীয়রা জানান, নকীবুলকে আজকে দুপুরে অনেক খোঁজাখুঁজির পর পাওয়া না গেলে, একপর্যায়ে ছনখোলা পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় খুঁজতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। শিশু নকীবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পিতা খাইরুল আমিন।

 

 

পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট