চট্টগ্রাম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে বাঁশখালীতে দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৪ | ৭:২৩ অপরাহ্ণ

১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বাঁশখালীর উপকূলীয় এলাকা ধ্বংসপ্রাপ্ত হয় এবং প্রায় ৪০ হাজার মানুষ মৃত্যুকোলে ঢলে পড়ে। সেই ভয়ংকর দিবসটি স্মরণে সোমবার (২৯ এপ্রিল) বাঁশখালীতে আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

চাঁদপুর কিউ.এইচ.আর.ডি.ইউ. সিনিয়র মাদ্রাসা’র হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু নাছেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও আব্দুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম।

 

মাদ্রাসা গভর্নিং বডির সদস্য নূর হোসেন লিটুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক মাওলানা মহিউদ্দিন, মাওলানা ইব্রাহিম রহমান, মাওলানা নেজাম উদ্দিন, মাস্টার নপুর কান্তি দাস, মাস্টার মোরশিদুল আলম চৌধুরী, মাস্টার নুরুল হক, ফরহাদুল আলম, মাওলানা কুতুবুদ্দিন ও মাওলানা হাবিবুর রহমান। আলোচনা শেষে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নাছেরের পরিচালনায় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট