সর্বজনীন পেনশন স্কিমে উপজেলা পর্যায়ে প্রথম স্থান ধরে রেখেছে চট্টগ্রামের সীতাকুণ্ড। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকাল ৪টা পর্যন্ত সারাদেশে উপজেলা পর্যায়ে সর্বাধিক পেনশন স্কিম গ্রহীতার তালিকায় স্থান পেয়েছে এ উপজেলাটি।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৬০ বছর বয়সে দেশের নাগরিকদের সরকারিভাবে পেনশন দেয়ার লক্ষ্যে দেশ জুড়ে পেনশন স্কিম চালুর পর মঙ্গলবার পর্যন্ত উপজেলা পর্যায়ে সর্বাধিক ১ হাজার ৮৫০ জন পেনশন স্কিম গ্রহণ করেছে। সংখ্যার দিক থেকে একটি উপজেলায় এটি সর্বাধিক বলে জানিয়েছেন ইউএনও কেএম রফিকুল ইসলাম।
তিনি বলেন, সরকারি চাকরিজীবী ছাড়া যেসব চাকরিজীবী, কর্মজীবী মানুষ একটি বয়সে গিয়ে কর্মক্ষমতা হারিয়ে আর্থিক টানাপোড়নে পড়ার সম্ভাবনা থাকবে সরকার তাদের ভবিষ্যতের অর্থনৈতিক অনিশ্চিয়তা দূর করার লক্ষ্যে পেনশন স্কিম চালু করার উদ্যোগ নিয়েছে। যারা তাদের আর্থিক সক্ষমতা অনুযায়ী বিভিন্ন অংকের পেনশন স্কিম নেবেন তারা ৬০ বছর বয়স থেকে তাদের সঞ্চিত অর্থের সাথে লভ্যাংশসহ প্রতিমাসে পেনশন পাবেন। এ বিষয়টি সবাইকে জানানোর লক্ষ্যে আমরা ব্যাপক প্রচারণা চালিয়েছি। জনগণ বিষয়টি বুঝতে পেরেছে। ফলে দেশের অন্যান্য উপজেলার চেয়ে সীতাকুণ্ডে বেশি মানুষ পেনশন স্কিম গ্রহণ করেছে এখন পর্যন্ত। মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত এখানে মোট ১ হাজার ৮৫০ জন পেনশন গ্রহণ করেছেন। কার্যক্রম চলমান আছে।
তিনি আশা করছেন, অল্প দিনে আরও বহু মানুষ পেনশন স্কিম গ্রহণ করে নিজের ভবিষ্যত আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। এ কার্যক্রমে এখন পর্যন্ত দ্বিতীয় স্থানে আছে রাউজান। এছাড়া অন্যান্য উপজেলায় পেনশন গ্রহীতার সংখ্যা এখনো কম। হয়ত অল্প দিনেই তা আরও বৃদ্ধি পাবে।
পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ