চট্টগ্রাম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাউজানে অবৈধ ইটভাটাকে লাখ টাকা জরিমানা

রাউজান সংবাদদাতা

২৯ নভেম্বর, ২০২৩ | ১১:৩৪ অপরাহ্ণ

বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চট্টগ্রামের রাউজানে মো. ইলিয়াছ নামে এক ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (২৯ নভেম্বর) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম.এন. জামিউল হিকমা। এ সময় রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

তিনি বলেন, বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জলিল শাহ নামের একটি ভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট