চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় ডাম্পারের চাকায় পিষ্ট শিশুর মৃত্যু, চালক আটক

সাতকানিয়া সংবাদদাতা

৩০ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় ডাম্পারের নিচে পিষ্ট হয়ে জুনায়েদ হোসেন নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার এওচিয়ার ছনখোলা এলাকার একটি ইটভাটার সামনে এই ঘটনা ঘটে।

 

নিহত জুনায়েদ হোসেন উপজেলার এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছনখোলার তাজুল উদ্দিনের ছেলে। এ ঘটনায় একই এলাকার মোহাম্মদ ছিদ্দিকের ছেলে চালক জাহাঙ্গীর আলমকে (২২) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

 

সাতকানিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো.ছালামত উল্ল্যাহ বলেন, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের পরিবার এ ঘটনায় মামলা করবে না বলে মৃতদেহ দাফন করে ফেলে। আমরা ঘাতক চালককে আটক করেছি এবং গাড়ির মালিকানা যাচাইয়ের জন্য স্থানীয় ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা হবে।

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট