চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

নিহত ছাত্রলীগকর্মী জাহেদ হাসান রুমন

মিরসরাইয়ে ছাত্রলীগকর্মী হত্য: চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা

মিরসরাই সংবাদদাতা

৩০ সেপ্টেম্বর, ২০২৩ | ৫:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি-যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষে ছাত্রলীগকর্মী জাহেদ হাসান রুমন নিহতের ঘটনায় রুমনের মা খালেদা আক্তার বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করা হয়।

পুলিশ জানায়, হামলার ঘটনার পরপর শুক্রবার সন্ধ্যায় ৫ ব্যক্তিকে আটক করা হয়েছিলো। তাদের মধ্যে একজন ঘটনায় জড়িত না থাকার প্রমাণ মেলায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি চারজনকে মামলায় অর্ন্তভূক্ত করে মোট ১৫ জনের নাম উল্লেখ করে ৬০-৭০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত রুমনের মা খালেদা আক্তার।

 

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. মনিরুল ইসলাম পূর্বকোণকে বলেন, ‘নিহত রুমনের মা খালেদা আক্তার বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এদের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট