চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

২৯ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:২৪ অপরাহ্ণ

কক্সবাজারে উখিয়ার গুচ্ছগ্রাম এলাকা থেকে ৪০ হাজার ইয়াবা ও মোটরসাইকেলসহ আবুল বশর (৫৫) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের উখিয়া আর্মি ক্যাম্প-২ এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আবুল বশর ওই উপজেলার পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বটতলী মৃত ফজর আলীর ছেলে।

 

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী আজ বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন মাদককারবারের সাথে জড়িত বলে স্বীকার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

 

পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট