চট্টগ্রাম সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে বজ্রপাতে নারীর মৃত্যু

মানিকছড়ি সংবাদদাতা

২৯ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:১৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় উপজেলার সালদা নতুন পাড়া এলাকায় বজ্রপাতে বিশু লক্ষ্মী ত্রিপুরা (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বজ্রপাতে তার মৃত্যু হয়।

 

মৃত বিশু লক্ষ্মী ত্রিপুরা রামগড় উপজেলাধীন ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের সালদা নতুন পাড়া এলাকার সত্য কুমার ত্রিপুরার স্ত্রী।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল থেকেই বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতে বিকট শব্দ হচ্ছিল। সন্ধা ৫টার দিকে তিনি ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানা উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ জানান, বজ্রপাতে নিহত নারীর সুরতহাল করা হয়েছে। ঘটনাস্থল পার্শ্ববর্তী রামগড় উপজেলা হওয়ায় বিষয়টি রামগড় থানা পুলিশকে অবগত করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

 

পূর্বকোণ/ইসমাইল/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট