চট্টগ্রাম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

ফটিকছড়ির মাইজভাণ্ডার মাজারের পুকুরে মিলল কিশোরের লাশ

নাজিরহাটা সংবাদদাতা

২৮ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের মাজারের পুকুর থেকে সাইমুল ইসলাম ইসাদ (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় মাজারের পুকুরে দুই ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাইমুল চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজারের বাটালি রোড়ের মুহাম্মদ ইসলামের ছেলে।

জানা গেছে, সাইমুল বন্ধুদের মাজার জিয়ারতে আসে। সন্ধ্যায় মাজারের পুকুরে গোসল করতে নেমে সে তলিয়ে যায়। বন্ধুরা খোঁজাখুঁজি করে না পেয়ে ৯৯৯’এ ফোন করে সহায়তা চাইলে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের মাধ্যমে সহযোগীতা করা হয়।

ফটিকছড়ি উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, সন্ধ্যা ৭টায় ৯৯৯ থেকে খবর পেয়ে দ্রুত মাইজভাণ্ডারে চলে যায়। আমরা দুই ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে লাশ উদ্ধার করি।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় মাজারের পুকুর থেকে ফটিকছড়ি ফায়ার সার্ভিস দল মুহাম্মদ ইদ্রিস (৫৫) নামের রাঙ্গুনিয়া উপজেলার এক বাসিন্দার লাশ উদ্ধার করে। তিনিও মাজার জেয়ারতের উদ্দেশ্যে আসেন এবং মাজারের পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যান।

পূর্বকোণ/মুন্না/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট