চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

গলায় ফাঁস লাগানো অবস্থায় কিশোরীর লাশ উদ্ধার

লংগদু সংবাদদাতা

২৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৭:৪৯ অপরাহ্ণ

রাঙামাটির লংগদুতে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় আসমা আক্তার নামে ১৫ বছর বয়সী এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় নিজ বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

নিহত আসমা আক্তার আটারকছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. হারেজ আলীর মেয়ে।

 

কিশোরীর মা জানান, তারা পারিবারিকভাবে খুবই গরীব। আজ দুপুরে মায়ের কাছে মেয়েটি ভাত চাইলে, মা বলে অল্প ভাত ছিল। তোমার ছোট বোন খেয়েছে। আমি ভাত রান্না করছি। একটু অপেক্ষা করো রান্না হয়ে যাবে। এই কথার ফাঁকে সে ঘরের টয়লেটে গিয়ে গলায় ফাঁস দেয়। রান্না শেষে আমি তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে টয়লেটে গিয়ে দেখি সে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে।

 

এদিকে খবর পেয়ে লংগদু থানার পুলিশ (তদন্ত) জালাল উদ্দীন ও এসআই আল আমিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লংগদু থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দীন। তিনি বলেন, লাশ উদ্ধার পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট