‘যা লাগবে এখন বাকীতে নিন, পরে সামর্থ্য হলে অন্য কোন অভাবীকে ফেরত দিন’ প্রতিপাদ্যকে ধারণ করে সাম্প্রতিক পাহাড়ি বন্যায় খাগড়াছড়ির জনসাধারণের ক্ষয়ক্ষতি মাথায় নিয়ে দুস্থ মানুষদের মাঝে প্রায় ৬০০ টাকার পণ্য সম্পূর্ণ বাকীতে বিক্রি করবে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
আগামীকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে ‘বাকীর হাট’ নামে একটি সুপারশপের মাধ্যমে এ পণ্য বিক্রি করা হবে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান প্রধান অতিথি ও পৌরসভা মেয়র নির্মলেন্দু চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ