চট্টগ্রাম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে ৫ মাদকসেবীর কারাদণ্ড

টেকনাফ সংবাদদাতা

২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ৪:০১ অপরাহ্ণ

টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এর অভিযানে ৫ মদ্যপায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে।

 

রবিবার (২৪ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এর সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান চৌধুরীর নেতৃত্বে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়ায় অভিযান চালিয়ে ৫ মাদকসেবীকে আটক করা হয়। পরে আটকদের মোবাইল কোর্টের মাধ্যমে ১০ দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।

 

সাজাপ্রাপ্তরা হলেন- টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জালিয়াপাড়ার মৃত কালামিয়ার ছেলে মনু মিয়া (৪২), একই এলাকার আবদুস শুক্কুরের ছেলে সোনা মিয়া (৩৯), মৃত মো. করিমের ছেলে নুর হোসেন (৩২), মৃত আব্দুর রশিদের ছেলে শামসুল আলম (৬৫) ও মৃত মাহমুদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৪২)।

 

তিনি আরো জানান, আটক আসামিদের কক্সবাজার আদালতে প্রেরণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট