চট্টগ্রাম সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে ১৯ হাজার ইয়াবা নিয়ে ৩ ব্যবসায়ী ধরা

বাঁশখালী সংবাদদাতা

২৮ জুলাই, ২০২৩ | ৩:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে ১৯ হাজার ইয়াবাসহ ৩ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে পুঁইছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় আটোরিক্সার যাত্রীদের দেহ তল্লাশী করে তিনজনের কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ৩ ইয়াবা ব্যবসায়ীরা হল- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবদুল জব্বরের ছেলে এনায়েত উল্লা (১৯), পুটুয়াখালী বাউফল থানাধীন দাশপাড়া ইউনিয়নের মৃত জালাল ডাক্তারে ছেলে মো. রেজাউল করিম (৩৬) ও কালাইয়া ইউনিয়নের ৪ ওয়ার্ডের নিকিঞ্জ চন্দ্র শীলের ছেলে অপু চন্দ্র শীল (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন। তিনি বলেন, বাঁশখালী সড়ক ব্যবহার করে চট্টগ্রামে শহরে ইয়াবা প্রাচার করছে এমন তথ্য ভিত্তিতে তিন ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছে পাওয়া যায় ১৯ হাজার ইয়াবা।

পূর্বকোণ/অনুপম/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট