চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪

বাঙালহালিয়ায় চোলাইমদসহ গ্রেপ্তার ২

রাজস্থলী সংবাদদাতা

২৪ জুলাই, ২০২৩ | ৮:০৮ অপরাহ্ণ

রাঙামাটির বাঙালহালিয়ায় ১৫ লিটার চোলাইমদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বাঙালহালিয়া বাজার যাত্রী ছাউনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হল, চট্টগ্রামের আকবর শাহ এলাকার মনির হোসেনের ছেলে মোহাম্মদ সাজ্জাদ হোসেন (২৩) এবং পাহাড়তলীর আমবাগান স্ক্রাপ কলোনি এলাকার সাইফুল ইসলামের মেয়ে তৃষা আকতার (১৮)।

 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আজম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কাল মঙ্গলবার সকালে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট