চট্টগ্রামের লোহাগাড়ায় হত্যা ও অস্ত্রসহ ৭ মামলার আসামি তৌহিদুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ানশুটারগান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তৌহিদুল ইসলাম উপজেলার বড় হাতিয়া গ্রামের আবু তাহেরের ছেলে।
রবিবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বড় হাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তৌহিদুল ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ানশুটারগান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় হত্যা, সস্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজি, হত্যাচেষ্টা এবং অস্ত্র আইনে ৭টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ