চট্টগ্রাম সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সর্বশেষ:

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

অনলাইন ডেস্ক

১ মার্চ, ২০২৫ | ৬:১৮ অপরাহ্ণ

সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় এক মাস সিয়াম সাধনা করবেন বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরা।

 

শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে রবিবার থেকে রোজা শুরুর ঘোষণা দেয়া হয়।

 

তিনি জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে যে, শনিবার ২৯ শাবান সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে।

 

“এমতাবস্থায় রবিবার থেকে রমজান মাস গণনা শুরু হবে এবং ২৬ রমজান, ২৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে লাইলাতুল ক্বদর পালিত হবে।”

 

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মুসলিমরা শনিবার থেকে রোজা রাখা শুরু করেছেন।

 

 

পূর্বকোণ/জেইউ/rপারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট