সাউদার্ণ মেডিকেল কলেজের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতরণী, বার্ষিক বনভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জয়ব্রত দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাউদার্ণ মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদ সভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম। তিনি বিভিন্ন ক্যাটাগরিতে কৃতী ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করেন এবং সাউদার্ণ মেডিকেল কলেজের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।
এতে উপস্থিত ছিলেন নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ধনঞ্জয় মজুমদার, মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জসিম উদ্দীন, হাসপাতালের পরিচালক মেজর (অব) ডা. যাবেদ আবদুল করিম, পরিচালক (অ্যাকাউন্টস ও প্রকিউরমেন্ট) অধ্যাপক ডা. আবু মনসুর, মো. দিদারুল আলম, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মোতাহ্হার হোসেন, গাইনী ও অবস্ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাসিমা আক্তার এবং শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ, ইন্টার্ন চিকিৎসক এবং বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
পূর্বকোণ/এএইচ